মহেশখালী চ্যানেল থেকে ১৬ রোহিঙ্গা নারী পুরুষ আটক

fec-image

মহেশখালী থানা পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে মহেশখালী চ্যানেল থেকে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ১৬ রোহিঙ্গাকে আটক করেছে।

বৃহস্পতিবার(২৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মহেশখালী চ্যানেলে এ অভিযান চালানো হয়। পরে তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠিয়েছে স্থানীয় প্রশাসন। এসময় পাচার কাজে জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, কক্সবাজার-মহেশখালী নৌরুটে সন্ধ্যার পর থেকে যাত্রীবাহী কাঠের বোটযোগে সন্দেহজনক কিছু রোহিঙ্গা নারী-পুরুষ যাতায়াত করছে মর্মে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলামের কাছে তথ্য আসে।

বৃহস্পতিবার সন্ধ্যার পরেও এ ধরণের রোহিঙ্গা নারী-পুরুষ আসার সংবাদে মহেশখালী-কক্সবাজার নৌ-চ্যানেলসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ।

এ সময় পুলিশ মহেশখালী চ্যানেল থেকে অন্তত ১০ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে। অপরদিকে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া পৌর শহরের গোরকঘাটা বাজার এলাকা থেকে ৬ রোহিঙ্গা নারী-পুরুষকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ জানায়, সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাচারের জন্য এসব রোহিঙ্গাকে একটি দালালচক্র কর্তৃক মহেশখালী দ্বীপে নিয়ে আসা হচ্ছিল।

এ ঘটনায় দালাল সন্দেহে বাংলাদেশী এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন