মাটিরাঙায় লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে প্রশাসন-পুলিশ

fec-image

সারাদেশে হু হু করে বাড়ছে করোনার সংক্রমন। প্রতিদিনই মৃত্যু ও আক্রান্তের নতুন রেকর্ড গড়ছে। এ পরিস্থিতিতে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে খাগড়াছড়ির মাটিরাঙায় লকডাউন কার্যকর ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে কঠোর অবস্থানে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও মাটিরাঙ্গা থানা পুলিশ। স্থানীয প্রশাসন-পুলিশকে সহযোগিতায় মাঠে কাজ করছে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটি।

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সমানতালে কাজ করছে উপজেলা প্রশাসন-পুলিশের শীর্ষ কর্মকর্তারা। মাঠে থেকে তাদেরকে সহযোগিতা করছে মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এম হুমায়ুন মোরশেদ খানসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ।

করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে মাঠ চষে বেড়াচ্ছেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মিজ তৃলা দেব ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। আইন

অমান্যকারীদের বিরুদ্ধে প্রতিদিন সকাল-সন্ধ্যা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে করনীয় বুঝানোর চেষ্ঠা করছেন।

অন্যদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা প্রতিদিনই মাঠে তৎপরভাবে কাজ করছে। মাটিরাঙ্গার বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন চলাচলে লকডাউনের নির্দেশ বাস্তবায়ন করতে দেখা গেছে। অকারণে কেউ যানবাহন নিয়ে বের হলে তাদের বুঝিয়ে ফিরিয়ে দিচ্ছেন পুলিশ।

মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী বলেন, যেকোন মূল্যে করোনা ভাইরাসের সংক্রমের চেইন ভাঙতে হবে। এজন্য জনসচেতনতার বিকল্প নেই। আমরা নিজেরা ঝুঁকি নিয়ে মাঠে থেকে জনগণকে ঘরে রাখার চেষ্টা করছি। জনগণকে ঘরে রাখতে পারলেই সংক্রমনের চেইন ভাঙতে পারবো।

মাটিরাঙার সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, আমাদের সব প্রচেষ্টা তখনই সফল হবে যদি মাটিরাঙার মানুষ করোনামুক্ত থাকে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে যতোটা কঠোর হওয়া দরকার আমরা ততোটাই কঠোর হবো।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন