মাটিরাঙ্গায় গৃহবধুর আত্মহত্যা


খাাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ষা আক্তার (১৮) নামে এক গৃহবধূ সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) গভীর রাতে মাটিরাঙ্গা পৌরসভার ভূইয়াপাড়ায় স্বামী শাহাদাত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেনে স্থানীয় প্রবাসী আবু জাহেরের ছেলে।
জানা যায়, গত ডিসেম্বরে খাগড়াছড়ি কলেজে বিজ্ঞান বিভাগে পড়ুয়া একাদশ শ্রেণির ২য় ছাত্র শাহাদাত হোসেনের সাথে মাদারীপুর রাজৈর থানার ইসরাফিলের মেয়ে কলেজ পড়ুয়া ১ম বর্ষের শিক্ষার্থী বর্ষার প্রেম ঘটিত কারণে পরিবারের অজান্তে বিয়ে হয়। পরে পরিবার তা মানে নেয়। তবে বেকারত্ব নিয়ে স্বামীর-স্ত্রীর মাঝে প্রায় কথা কাট কাটি হতো বলে জানান তিনি।
ভুক্তভোগীর শ্বাশুড়ি রেজিয়া জানান, রাত প্রায় ১টা পর্যন্ত দুজন গল্প করেছেন। স্বামী শাহাদাত হোসেন তার পারিবারিক কাজে কুমিল্লায় বোনের বাসায় যাওয়ায় বর্ষা রুমে একা ছিল। সকালে ছোট মেয়ে সুরাইয়া নাস্তা করার জন্য ডাকতে গেলে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।
তবে স্বামী ও শাশুড়ীর সাথে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ তৌফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়েছে বলে জানান তিনি।