মুজিববর্ষে বাঘাইছড়িতে মুক্তি পেলো ১জন জনপ্রতিনিধিসহ ৩জন গ্রামবাসী

fec-image

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গত ১৩ মার্চ দিনগত গভীর রাতে অস্ত্রের মুখে একজন জনপ্রতিনিধিসহ অপহৃত তিনজন গ্রামবাসী অবশেষে ৫দিন পর মুক্তি পেয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তারা মুক্তি পেয়েছে বলে তাদের স্বজনরা বিষয়টি নিশ্চিত করেছেন।

অপহৃত স্বজনদের মধ্যে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, সন্তু গ্রুপের নেতৃত্বাধীন পিসিজেএসএস গ্রুপকে মুক্তিপণ হিসেবে নগদ ৫লাখ ৬৫হাজার টাকা প্রদানের বিনিময়ে উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের দুর্গম মোরঘোনা এলাকায় মঙ্গলবার দুপুরে চোখবাঁধা অবস্থায় তাদের ছেড়ে দেওয়া হয়।

শুক্রবার (১৩মার্চ) দিনগত রাত সাড়ে তিনটার দিকে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী বাঘাইছড়ি উপজেলার উগলছড়ি এলাকার মৃত থালমণি চাকমার ছেলে অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক পূর্ণ কিশোর চাকমা (৬৫), জীবতলী এলাকার মৃত চন্দ্রলাল চাকমার ছেলে ১নং ওয়ার্ড মেম্বার সমিরণ চাকমা (৩৮) এবং মধ্যম বাঘাইছড়ি এলাকার বিপুলেশ্বর চাকমার ছেলে মেরিন চাকমাকে (৩৫) অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তুলে নিয়ে যায়।

এ ঘটনার পর অপহৃতের স্বজনরা স্বানীয় থানায় কোন মামলা দায়ের না করলেও ঘটনার জন্য জেএসএস সন্তু লারমা গ্রুপকে দায়ি করেছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমিও বিষয়টির ব্যাপারে অবগত হয়েছি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জনপ্রতিনিধি, মুজিববর্ষ, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন