রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

fec-image

রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন-পার্বত্য চট্টগ্রামের কৃষ্টি, সংস্কৃতি, আইন এবং ভাষার মধ্যে বৈচিত্র্য বিদ্যমান। তাই এ অঞ্চলে উন্নয়ন করতে হলে প্রকল্প গ্রহণে ভিন্নতা থাকতে হবে। সোমবার (২৭ডিসেম্বর) সকালে রাঙামাটি জেলা পরিষদের আয়োজনে নিজস্ব ভবনে অনুষ্ঠিত জেলা উন্নয়ন কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির গুরুত্বপুর্ণ দায়িত্ব পালনকালে নিজস্ব অবস্থান থেকে দেশের মানুষের সেবার জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে। তাহলে আমাদের দেশ সোনার বাংলাদেশে পরিগণিত হবে।

জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. ফেরদৌস ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য নুরুল আলম, রাঙামাটি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. এনামুল হক, রাঙামাটি সরকারি কলেজ সহকারী অধ্যাপক শান্তনু চাকমা, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, জনস্বাস্থ্য প্রকৌশল এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহকারী বন সংরক্ষক ইউ, এস, এফ বন বিভাগ মোঃ আনিছুল হক, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা অজিত কুমার, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সার্কেল অ্যাডজুড্যান্ট আনোয়ার জাহেদ, জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পর্যটন হলিডে কমপ্লেক্স ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া, বিতরণ বিভাগ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দীন।

আরও উপস্থিত ছিলেন, সিভিল সার্জন অফিস মেডিকেল অফিসার ডাঃ মো. মোস্তফা কামাল, মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালক হোসনে আরা বেগম, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মো. জগলুল হায়দার, ইসলামিক ফাউন্ডেশন প্রতিনিধি মো. আলী আহসান ভুঁইয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ ফিরোজ উদ্দিন, বি এফ আর আই বৈজ্ঞানিক কর্মকর্তা মো. খালেদ রহমান নিয়ন, এম আর ডি আই উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ঊষালয় চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর মোঃ শাহজাহান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি প্রকৌশলী দেবাশীষ চাকমা, সোনালী ব্যাংক লিঃ এ জি এম সত্য প্রসাদ দেওয়ান, সি এইছটি হেডম্যান নেটওয়ার্ক প্রতিনিধি শান্তিবিজয় চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহকারী প্রকৌশলী ত্রয়া সরকার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন আইন অফিসার মো. আবু বকর, জেলা খাদ্য নিয়ন্ত্রক কানিজ জাহান বিন্দু, সড়ক ও জনপথ অধিদপ্তর প্রতিনিধি মোহাম্মদ ফারহান, রাঙ্গামাটি গণপূর্ত বিভাগ প্রতিনিধি সুজন পাল, ফায়ার সার্ভিস ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. বিল্লাল হোসেন, তুলা উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হাসান, এসআইডি-ইউএনডিপির জয় খীসা, বিসিক প্রতিনিধি মো. ইসমাইল হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক রানা দেবনাথ, জেলা মার্কেটিং অফিস সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. সেলিম মিয়া, বাংলাদেশ বেতার নাট্য প্রযোজক সোহেল রানা, ডাক বিভাগ সহকারী পরিচালক মোঃ ইউসুফ মিয়া এবং বি এফ ডি সি মার্কেটিং কর্মকর্তা নাঈম আহমেদ রিয়াদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন