রাঙামাটিতে দেড় লাখের অধিক শিশু পাবে টাইফয়েড টিকা

fec-image

রাঙামাটিতে এক লাখ ৫৪ হাজার ৭৪৯ শিশু পাবে টাইফয়েড টিকা। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা: নূয়েন খীসা এমন তথ্য জানান।

জেলা  স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ৪৯ টি ইউনিয়নের এক হাজার ২২২টি কেন্দ্রের মাধ্যমে এক লাখ ১১ হাজার ৯৪১ টি বিদ্যালয় এবং ৪২ হাজার ৮০৩ টি এলাকার শিশু যারা বিদ্যালয়ে ভর্তি হয়নি বা লেখা-পড়া করে না এমন শিশুকেও টিকা প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন বলেন, চলতি মাসের ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস পর্যন্ত এ টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক- প্রাথমিক থেকে ৯ ম শ্রেণী এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সকল শিশুকে টিকাদানের কর্মসূচির আওতায় আনা হবে।

এসময় রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সিনিয়র সহ- সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার  ডা: প্রতীক সেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা খোকন চাকমা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন