রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ২


রাঙামাটির কাপ্তাই এবং লংগদু উপজেলায় পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় দু’ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিন গতরাতে এবং সন্ধ্যায় এসব দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে রাঙামাটির কাপ্তাই – চট্টগ্রাম সড়কের সীতাঘাট এলাকায় ঢাকাগামী সৌদি পরিবহন গাড়ির ( চট্টমেট্রো ব ১১-০৬৭৯) ধাক্কায় মো: ইলিয়াছ (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মো: ইলিয়াছ কাপ্তাই উপজেলার ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের শিলছড়ি এলাকার মৃত নুর আহামদ-এর ছেলে। তিনি কাপ্তাই জেটিঘাট এলাকায় এস আলম কাউন্টারের টিকিট বিক্রেতা হিসাবে কর্মরত ছিলেন।
কাপ্তাই থানার ওসি কায় কিসলু বলেন, মো: ইলিয়াছ কাপ্তাই সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। এসময় কাপ্তাই জেটিঘাট হতে ছেড়ে যাওয়া ঢাকাগামী সৌদি পরিবহনের একটি গাড়ির খোলা লকারের ধাক্কায় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হলে, এলাকাবাসী তাঁকে কাপ্তাই সদর হাসপাতালে নিয়ে গেলে পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
ওসি আরও বলেন, পুলিশ গাড়ীটি জব্দ করেছে। গাড়ির চালক মো. মাহবুব পলাতক রয়েছে। মরদেহটি বর্তমানে হাসপাতালে রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলার লংগদু উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকায় ট্রাকের চাপায় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বাইসাইকেল চালক মাসুম আল হাছান (১৫) নামে এক কিশোর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নিহত মাসুম লংগদু সদর ইউনিয়নের পশ্চিম বাইট্টাপাড়া এলাকার আব্দুল হান্নান এর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মাসুম বাইসাইকেলটি রাস্তার পাশ দিয়ে চালিয়ে যাচ্ছিলো। ট্রাকটি তাকে অতিক্রম করে প্রায় চলে যাচ্ছিলো,এমতাবস্থায় মাসুম ডানে পড়ে গিয়ে ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হয়।
মাসুমের স্বজনরা জানায়, আমরা খবর পেয়ে দ্রুত হাসপাতাল এসে দেখি আমাদের ছেলের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তারা লংগদু থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানান তারা।
লংগদু সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার বিধান জানায়, হাসপাতালে আনার আগে ওই কিশোরের মৃত্যু হয়েছে। কিশোরের শরীরে বিভিন্ন জায়গায় বড় ধরনের জখম ও ডান পাশের চোয়াল ভেঙ্গে গেছে দেখা যায়।
লংগদু থানা পুলিশ জানায়, মরদহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে রাখা হয়েছে। ট্রাক ড্রাইভার মামুন ট্রাকটি (চট্ট মেট্রো: ট-১২-০৪৩৪) নিয়ে পালিয়ে যাওয়ায় এখনো আটক করতে পারেনি পুলিশ।
















