রাজস্থলীতে খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির শোক ও স্মৃতিচারণ সভা

fec-image

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশের ন্যায় রাঙ্গামাটির রাজস্থলী উপজেলাতেও গভীর শোকের ছায়া নেমেছে। মঙ্গলবার সকাল থেকে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন শোক কর্মসূচি পালিত হয়েছে।

এর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে জাতীয় কালো পতাকা উত্তোলন, নেতাকর্মীদের কালো ব্যাচ পরিধান, পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণসভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান স্মরণ করেন। তারা বলেন, "বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। তাঁর ত্যাগ ও আপোষহীন নেতৃত্ব জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ এক অভিভাবককে হারালো।"

উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ-এর সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভার শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীর জন্য ধৈর্য ধারণের শক্তি কামনা করা হয়। শোক ও শ্রদ্ধায় পরিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে রাজস্থলী উপজেলা বিএনপি তাদের নেত্রীর প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন করে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া, বিএনপি, রাঙামাটি
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন