রাজস্থলীতে জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাঙ্গামাটি রাজস্থলী উপজেলায় ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টায় রাজস্থলী তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমা আশরাফী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেলিনা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও ডিএসবি) জসিম উদ্দিন চৌধুরী পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আলমগীর হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনীক বড়ুয়া প্রমুখ।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়ার প্রতিটি ধাপ, ব্যালট ও ভোট উপকরণ ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটগ্রহণ চলাকালীন উদ্ভূত সমস্যা মোকাবিলা এবং দায়িত্ব পালনে করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ নিয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা রক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতমূলক আচরণ নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
কর্মশালায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ভোটগ্রহণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ১৩ জন প্রিজাইডিং, ৪৮ সহকারী প্রিজাইডিং ও ৯৭ জন পোলিং এজেন্ট নির্বাচনের দায়িত্ব পালন করবেন।

















