রাজস্থলীতে ১২টি ভোটকেন্দ্রের ৪টি ঝুঁকিপূর্ণ চিহ্নিত


রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ১২টি ভোটকেন্দ্রের ৪টিকে ‘ঝুঁকিপূর্ণ’ কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা সেলিনা আক্তার।
সেলিনা আক্তার জানান, রাজস্থলী উপজেলার ২১ হাজার ৭৩৩ ভোটারের নিরাপত্তা বিধানে ৩টি ইউনিয়নের প্রতিটিতে থাকবে একটি করে মোবাইল টিম। এ ছাড়া সেনাবাহিনী, বিজিবি স্ট্রাইকিং ফোর্স মাঠে কাজ করবে। প্রতিটি কেন্দ্রের বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১২ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এছাড়া সিসি ক্যামেরার আওতায় থাকবে কেন্দ্রগুলো।
সেলিনা আক্তার আরো বলেন, উপজেলার নারাইছড়ি, বলিপাড়া, চুশাক পাড়া ও লংগদু পাড়া কেন্দ্রগুলো ঝুকিপূর্ণ চিহ্নত করা হয়েছে।আমরা সব কেন্দ্রকেই নিবিড় পর্যবেক্ষণে রেখেছি। যেকোনও পরিস্থিতি মোকাবেলা করতে প্রশাসন প্রস্তুত। ফলে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশের ন্যায় রাজস্থলীতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।















