রামগড়ে ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ  কর্মশালা  অনুষ্ঠিত

20161103_105017-2-1-copy

রামগড় প্রতিনিধি:

খাগড়াছড়ি  জেলার রামগড়ে উপজেলা  খসড়া ভূমি জোনিং ম্যাপ যাচাইকরণ  কর্মশালা অনুষ্ঠিত  হয়। বৃহস্পতিবার জাতীয়  ভূমি  জোনিং  প্রকল্পের  আওতায়  অনুষ্ঠিত  এ  কর্মশালায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক  ও যুগ্ম সচিব  মো :  শওকত আকবর।

কর্মশালায় বিশেষ  অতিথি  হিসাবে উপস্থিত  ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো:  ওয়াহিদুজ্জামান, প্রকল্পের টিম লিডার মো: আব্দুল  ওয়াহাব, খাগড়াছড়ির অতিরিক্ত  জেলা প্রশাসক (রাজস্ব)  ড. মো: গোফরান ফারুকী, প্রকল্পের  মৎস্য বিশষজ্ঞ আব্দুস সাত্তার, বন বিশেষজ্ঞ খায়রুল আলম ও রামগড়  উপজেলা  চেয়ারম্যান  শহীদুল ইসলাম ভূইয়া। কর্মশালায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন মতিউর রহমান।

এছাড়াও রামগড় উপজেলা  মিলনায়তনে  ভারপ্রাপ্ত  উপজেলা  নির্বাহী  কর্মকর্তা (সহকারি কমিশনার ভূমি) তামান্না নাসরিন উর্মির সভাপতিত্বে   অনুষ্ঠিত  এ কর্মশালায়  জনপ্রতিনিধি,  রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক,  সাংবাদিক, বিভিন্ন  বিভাগের সরকারি  কর্মকর্তাবৃন্দ  অংশগ্রহণ  করে মতামত  পেশ করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন