লংগদুতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


রাঙামাটির লংগদু উপজেলায় উচ্ছ্বাস ও উৎসবের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। দিনব্যাপী নানা আয়োজন আর আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিনটি।
লংগদু উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক জানে আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সৈয়দ ইউনুস মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নুরুন্নবী এবং বিশেষ বক্তা ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখে আসছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এই সংগঠন সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এখনো অঙ্গীকারবদ্ধ।
তাঁরা আরও বলেন, বর্তমান সময়ে দেশের তরুণ প্রজন্ম নানা সংকটে নিপতিত—বেকারত্ব, মাদক ও হতাশা তাদের জীবনে গভীর প্রভাব ফেলছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও দমননীতির কারণে তরুণ সমাজ দিশেহারা হয়ে পড়েছে। এমন প্রেক্ষাপটে যুবদলই পারে তরুণদের ঐক্যবদ্ধ করে নতুন নেতৃত্ব সৃষ্টি করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি বাংলাদেশ গড়ে তুলতে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক যুবদল নেতাকর্মী অংশ নেন, যা পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

















