লামায় দুগ্ধভাতা পেলেন ৩০০ ‘মা’

fec-image

নিজের সন্তানকে দুগ্ধপান করিয়ে সরকারের কাছ থেকে ২৫ হাজার ২০০ টাকা করে ভাতা পেয়েছেন পার্বত্য বান্দরবানের লামা পৌরসভার ৯টি ওয়ার্ডের তিন’শ ‘মা’। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল দশটা থেকে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই ভাতা বিতরণ করা হয়। এদিন এসব মা’কে ফ্রি স্বাস্থ্য এবং স্বাস্থ্য উপকরণ দেওয়া হয়েছে।

লামা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের এ আয়োজনে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার মো. রেজা রশীদ। এতে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা জামাল এবং বিশেষ অতিথি ছিলেন লামা পৌরসভার মেয়র মো, জহিরুল ইসলাম, কাউন্সিলর মো. রফিক ও মরিয়ম বেগম’সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান এদিন প্রতিজন মা’য়ের হাতে ২৫ হাজার ২০০ টাকা ভাতার সর্বশেষ পাওনা ২ হাজার ৪০০ টাকা করে তুলে দেওয়া হয়েছে। এই নিয়ে পৌরসভার ৯টি ওয়ার্ডে তিনশজন মা’কে ২৫ হাজার ২০০ টাকা করে মোট ৭৫ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয় বলেও আয়োজকরা জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন