‘সংকট উত্তরণে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে’

fec-image

দেশের সংকট উত্তরণে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, ‘আমাদের ত্যাগের ওপর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আগামী ২২ আগস্ট থেকে সারাদেশে জনসচেতনতামূলক কর্মসূচি ডাক দিয়েছে বিএনপি। রাজধানী থেকে দেশের তৃণমূল পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালিত হবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রতিষ্ঠার আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ।’

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এসব কথা বলেন লুৎফুর রহমান কাজল।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষ চরম ক্ষুব্ধ। সিন্ডিকেটের হাতে চলে গেছে দেশের বাজার। সব স্তরে চরম অনিয়ম ও অব্যবস্থাপনা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে শ্রীলংকার মতো পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে দেশ। ইতোমধ্যে সেই চিত্র দেখা যাচ্ছে। কোন সেক্টরে সুসংবাদ বলতে নেই। অধিকার আদায়ে সাধারণ মানুষ মাঠে নামলে দমিয়ে রাখা যাবে না।’

বিএনপির প্রভাবশালী নেতা লুৎফুর রহমান কাজল বলেন, ‘বিএনপি সাধারণ মানুষের দল। সাধারণ মানুষের ভালোবাসা, সমর্থন ও আস্থা নিয়ে টিকে আছে বিএনপি। ছোট্ট পরিসরে হলেও দেশের স্বার্থে সকল রাজনৈতিক কর্মসূচি পালন করছি।’

অর্থনৈতিক সংকট ও দেশের বিরাজমান অবস্থায় চরম উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

সুশাসন, জবাবদিহিতা ও সঠিক ব্যবস্থাপনা থাকলে সংকট হতো না মনে করেন বিএনপি’র মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।

লুৎফুর রহমান কাজল বলেন, ‘সবাই স্ব স্ব অধিকার চায়। নিরপেক্ষ ভোটে নির্বাচিত সরকার সর্বস্তরের জনগণের দাবি। স্বাভাবিক পন্থায় ক্ষমতা হস্তান্তর না করায় মানুষের মূল্যায়ন হচ্ছে না। অতিরিক্ত করের বোঝা সাধারণ মানুষের মাথায় চাপিয়ে দেওয়া হয়েছে। অধিকারের কথা বলতে গিয়ে অধিকার হারা করা হচ্ছে।’

দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে প্রাথমিক থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত নৈতিক শিক্ষায় শিক্ষিত লোক দরকার মনে করেন বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা।

দেশের উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সরকারের বিকল্প নাই মনে করেন লুৎফুর রহমান কাজল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন