সাংবাদিক মুজাক্কিরের মৃত্যুতে রাঙামাটি প্রেসক্লাবের প্রতিবাদ সভা

fec-image

নোয়াখালীতে পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে বোরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুতে প্রতিবাদ জানিয়েছে রাঙামাটি প্রেসক্লাব।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সভায় এই সংবাদকর্মীর মৃত্যুতে শোক ও তীব্র নিন্দা জানান।

এসময় বক্তারা বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে প্রায়শ হামলার শিকার হয়ে মৃত্যুবরণ করছে। সাংবাদিকরা আজ স্বাধীনভাবে তাদের পেশা পালন করতে পারছে না। প্রতিনিয়ত তাদের হামলা, মামলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। সবশেষ মুজাক্কির তাঁর পেশাগত দায়িত্ব পালনকালে গুলিতে মৃত্যুবরণ করেন।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সহ-সভাপতি অলি আহম্মেদ, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, অর্থ সম্পাদক পুলক চক্রবর্তী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াসসহ প্রেসক্লাবের সদস্যরা।

সভা শেষে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরের আত্মার শান্তি কামনায় নীরবতা পালন করা হয়।

প্রসঙ্গত, গত শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে পৌর মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীদের সংঘর্ষের সময় ভিডিও ধারণকালে গুলিবিদ্ধ হন সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: প্রতিবাদ সভা, রাঙামাটি প্রেসক্লাব, সাংবাদিক মুজাক্কির
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন