সাভারে ভবন ধসে মৃতের সংখ্যা ৭০৫

317486_476685015738496_1310089670_n

ডেস্ক নিউজ

সাভারের ভবন ধসের ১৪তম দিনে উদ্ধার করা মৃতদেহের মোট ৭০৫-এ  দাঁড়িয়েছে। এর মধ্যে ৫৫৪ জনের মৃতদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাস্থলে স্থাপিত সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুর্ঘটনার ১৪তম দিন মঙ্গলবার ভোর থেকে দুপুর পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে ৪৭টি লাশ। আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে ৬৪টি এবং অধরচন্দ্র মাঠে রয়েছে ৪৩টি লাশ।

এর আগে সোমবার ভোর থেকে রাত পর্যন্ত ৫৭টি লাশ উদ্ধার করা হয়।  উদ্ধার করা লাশগুলো অধরচন্দ্র স্কুল মাঠে রাখা হয়। সেখানে এখনও অনেক স্বজন প্রিয়জনের লাশের জন্য অপেক্ষা করছেন।

উদ্ধারকর্মীরা জানান, এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। ফলে লাশ শনাক্ত ও হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।

উল্লেখ্য, ২৪ এপ্রিল (বুধবার) সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন নয়তলা বাণিজ্যিক ভবন ‘রানা প্লাজা’ ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় দুই হাজার ৪৩৭ জন শ্রমিককে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন