সাভার ট্রাজেডির প্রেক্ষাপটে সকলের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বৃুহসৃ

ডেস্ক নিউজ
সাভার ট্রাজেডির প্রেক্ষাপটে সকলের কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি গাড়ি ভাঙচুর ও শিল্প কারখানায় আগুন ধরিয়ে দেয়া থেকে বিরত থাকতেও অনুরোধ জানান জানান তিনি।

রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সোহেল রানা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতায় থাকলে সবাই সরকারি দল হয়ে যায়। কে কোন দল করল, সেটা বড় বিষয় নয়। অপরাধী অপরাধীই। তাদের গ্রেফতার করছি।

প্রধানমন্ত্রী বলেন, এখন আন্দোলন বা ভাঙচুরের সময় নয়। সবাইকে সহমর্মিতা দেখাতে হবে। সহযোগিতার হাত বাড়াতে হবে। পুনর্বাসনই এখন প্রধান কাজ। এই দুর্যোগের সময় সবার উচিত সাহায্য করা।

সাভারের ভবন ধসের ঘটনায় উদ্ধারকাজে কোনো গাফিলতি নেই বলেও দাবি করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ভবনধসের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। চাকরিহারাদের চাকরি দেয়া হবে। চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন