সেন্টমার্টিন থেকে কুকুর পুনর্বাসন

fec-image

সেন্টমার্টিনে কুকুরের উপদ্রব কমাতে বেওয়ারিশ কুকুর পুনর্বাসন কার্যাক্রম শুরু করেছে টেকনাফ উপজেলা প্রশাসন।

রবিবার (২৭ মার্চ) বিকালে টেকনাফ উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় এবং উপজেলা পরিষদের বাস্তবায়নে উক্ত কার্যক্রম শুরু করা হয়েছে। সেন্টমার্টিনে বেওয়ারিশ কুকুর বেশী হওয়ার কারণে প্রতিনিয়ত স্থানীয় বাসিন্দা, আগত পর্যটক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের অসুবিধা ঘটতো। প্রায় সময় আক্রমনের শিকার হতো এলাকাবাসীসহ আগত পর্যটকরা।

এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবির প্রেক্ষিতে কুকুর গুলো ধরে সেন্টমার্টিন থেকে টেকনাফের ভূখণ্ডে সরিয়ে নেয়ার উদ্যোগ গ্রহন করেছে টেকনাফ উপজেলা প্রশাসন। তারই অংশ হিসেবে রবিবার থেকে কুকুর সরিয়ে আনার কাজ শুরু করে টেকনাফ উপজেলা প্রশাসন।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী জানান, এলাকাবাসী ও দ্বীপে আগত পর্যটকদের কুকুরের আক্রমন থেকে বাঁচাতে এমন উদ্যোগ গ্রহন করা হয়েছে। সপ্তাহব্যাপী এ অভিযান অব্যাহত থাকবে। তবে আটক কুকুর গুলোর যেন ক্ষতি না হয় সে জন্য টেকনাফের মূল ভূখণ্ডে তাদের পুনর্বাসন করা হচ্ছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন