৪৪তম বিসিএসের সম্পূরক ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৬৭৬

fec-image

৪৪তম বিসিএস পরীক্ষার পরিবর্ধিত সম্পূরক ফল প্রকাশ করা হয়েছে। এতে এক হাজার ৬৭৬ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬ নভেম্বর প্রকাশিত ৪৪তম বিসিএসের সম্পূরক ফলাফল প্রস্তুতির সময় দেখা যায়, কয়েকজন প্রার্থী আগের বিসিএস পরীক্ষার মাধ্যমে ইতিমধ্যেই বিভিন্ন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। পরবর্তীতে ৪৪তম বিসিএসের ফলাফলেও তারা একই ক্যাডার বা পছন্দক্রমে পদে মনোনয়নযোগ্য ছিলেন।

এই অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৮ অক্টোবর জারি করা সংশোধিত বিধিমালার আওতায় পিএসসি ওই প্রার্থীদের নিয়োগের জন্য সুপারিশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের পরিবর্তে মেধাতালিকা ও প্রচলিত কোটা সংক্রান্ত বিধান অনুযায়ী অন্যান্য যোগ্য প্রার্থীদের বিভিন্ন সার্ভিস ও ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিভিন্ন ক্যাডারের এক হাজার ৭১০ শূন্য পদের মধ্যে এক হাজার ৬৭৬ পদে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিসিএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন