৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০ হাজার ৬৩৮

fec-image

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৮ জন।

বৃহস্পতিবার (৯ মে) অনুষ্ঠিত সরকারি কর্ম কমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের পরীক্ষা হয়।

প্রিলিমিনারিতে অংশ নেন ২ লাখ ৫৪ হাজার ৫৬১ জন চাকরিপ্রার্থী। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ।

এই বিসিএসে ৩ হাজার ১৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ১৬ জন। এরপর বেশি পদ আছে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।

৪৬তম প্রিলির ফলাফল দেখতে ক্লিক করুন এখানে>>>

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: বিসিএস
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন