ঈদগাঁওয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

fec-image

কক্সবাজারের ঈদগাঁও বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৩টার দিকে এ অভিযান শুরু হয়।

বাজারের যানজট নিরসনে  কক্সবাজার সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি(অতিরিক্ত দায়িত্ব) ঈদগাঁও শারমিন সুলতানার নেতৃত্বে পরিচালিত এ অভিযানে  তাকে সহযোগিতা করেন   ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহাকারী কর্মকর্তা আব্দুল জাব্বার।

অভিযানে  ঈদগাঁও বাজার ডিসি  সড়কের ফুটপাত দখল করে তার উপর মালামাল রাখার দায়ে একাধিক ক্রোকারিজের দোকান, ফলের দোকান, খাবার হোটেল সহ কয়েকটি  প্রতিষ্টানকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করা হয়। এছাড়া  বাজারের একটি অভ্যন্তরীণ সড়ক  দখলমুক্ত করে জন চলাচলের জন্য উন্মুক্ত করা হয় ক্রোকারিজ দোকানের কবল থেকে ।

অভিযান শেষে এ ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শারমিন সুলতানা জানান, আগামীতে যদি আবারও এরকম অবৈধ দখল পরিস্থিতি হয় ,তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন