ঈদগাঁওয়ে ধানের শীষের প্রার্থী লুৎফর রহমান কাজলের নির্বাচনী প্রচারণা শুরু

কক্সবাজার তিন আসনে (সদর, রামু, ঈদগাঁও) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী লুৎফর রহমান কাজলের ধানের শীষের সমর্থনে ঈদগাঁওয়ে গণমিছিলে মাধ্যমে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকাল ৫টায় ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে জননেতা লুৎফর রহমান কাজলের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি ঈদগাঁও বাজার, স্টেশন, মহাসড়কসহ গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এ সময় সাথে ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম (সাবেক চেয়ারম্যান), সাবেক সাধারণ সম্পাদক জালালাবাদ ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনিসহ উপজেলার নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, নির্বাচিত হলে উপজেলাকে পূর্ণাঙ্গ রূপ দেবেন, জনগণকে হয়রানি হতে হবেনা, এলাকার উন্নয়নে নিজেকে উজাড় করে দেবেন, উল্লেখ করে এলাকার সন্তানকে বিজয়ী করতে জনগণের নিকট ধানের শীষের জন্য ভোট চান।
প্রসঙ্গত, তিনি ২৩ জানুয়ারি সকাল থেকে দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীদের নিয়ে গণসংযোগ করেন। পরে বিকালে গণমিছিলে যোগ দেন।

















