বিদায় নিলো গুইমারা কলেজের প্রথম ব্যাচের শিক্ষর্থীরা

04
গুইমারা প্রতিনিধি : খাগড়াছড়ি’র গুইমারা উপজেলার একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুইমারা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের প্রথম ব্যাচের বিদায় অনুষ্ঠান সোমবার কলেজ প্রাঙ্গণে জাকজমক অনুষ্ঠানের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে। পাহাড়ে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুজ্জামান বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

গুইমারা কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা কলেজের গর্ভনিং বড়ির সভাপতি কংজরী চৌধুরী, ৪ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম ফজলে রাব্বী, উপ-অধিনায়ক মেজর রকিব, গুইমারা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাহাঙ্গির আলম প্রমুখ।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গুইমারা কলেজের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

গুইমারা কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানান কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন। পরে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

বিদায় অনুষ্ঠান উপলক্ষে কলেজের ছাত্র-ছাত্রী ও আমন্ত্রিত অতিথি শিল্পিদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতির অনুষ্ঠান মাতিয়ে তুলে উপস্থিত দর্শকদের ।

উল্লেখ্য, ২০১৫ সালে তৎকালীন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. তোফায়েল আহমেদ নিজ উদ্যোগে স্থানীয়দের সহযোগিতায় কলেজটি প্রতিষ্ঠা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন