কাপ্তাইয়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত


রাঙ্গামাটির কাপ্তাইয়ে কেপিএম পেপার মিলস জামে মসজিদে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও কম্বল বিতরণ করা হয়েছে।
চন্দ্রঘোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার ২৮ (নভেম্বর) জুমার নামাজের পরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি রহমত উল্লাহ, উপজেলা বিএনপির সহ-সভাপতি হারুনুর রশিদ রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন মইন, সদস্য জাহাঙ্গীর আলম রাসেল, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সাবেক সভাপতি শামসুজ্জামান চৌধুরী রকি, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক ওমর ফারুক, শিক্ষক কামাল হোসেন, উপজেলা কৃষক দলের তথ্য ও গবেষণা সম্পাদক মো. আবুল কাশেম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুর আলম, সচিব মেহেদী হাসান ফরহাদ, যুগ্ম আহ্বায়ক সোহেল, সদস্য মো. সানি প্রমুখ। এসময় ইমাম ও মাদ্রাসার শিক্ষক, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসলমানরা উপস্থিত ছিলেন।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন কেপিএম মসজিদের ইমাম এ টি এম আব্দুল্লাহ। পরে স্থানীয় অসহায় ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

















