কোটা সংস্কারে বিক্ষোভে উত্তাল সারাদেশ

ডেস্ক রিপোর্ট:

কোটা সংস্কারের দাবিতে দুপুর থেকে শুরু হওয়া আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী দেশের প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীরা আন্দোলন করছেন।

সোমবার (৯এপ্রিল) সকাল থেকেই অনির্দিষ্টকালের জন্য আন্দোলনের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ে বিক্ষোভ করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এদিকে, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে, একই দাবিতে রোববার গণপদযাত্রা শেষে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। বিকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেন হাজার হাজার শিক্ষার্থী। তাদের সঙ্গে সঙ্গতি রেখে সারাদেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন