টেকনাফে অপহরণকারী চক্রের ৩ সদস্য আটক


কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৩ সদস্যকে আটক করেছে র্যাব। আটকরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের পুত্র আক্তার হোসেন (৩৪), উখিয়া উপজেলার কতুপালং রেজিষ্টার্ড ক্যাম্প- ৪ এর মো. কাছিমের পুত্র মো. হামিম (২১) ও বালুখালি রোহিঙ্গা রেজিষ্টার্ড ক্যাম্প-১৯ এর আবদুর রহমানের পুত্র আরাফাত উল্লাহ (২৬)।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার র্যাবের সহকারি পরিচালক আ, ম ফারুক।
তিনি জানান, শুক্রবার (১০ অক্টোবর) সকালে অপহরণকারী চক্রের হাত থেকে পালিয়ে আসা ৩ জন ভিকটিমের অভিযোগ পেয়ে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকায় সিপিসি-১, টেকনাফ র্যাব- ১৫ কক্সবাজাররের একটি দল চিরুনী অভিযান চালায়।
এসময় অপহরণকারী চক্রের মো. হামিম, আরাফাত উল্লাহ ও আক্তার হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং অপর আরো ৪ জন পালিয়ে যায়।
জানা যায়, ভুক্তভোগীদের কাছ থেকে মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে ফুসলিয়ে ও চাকরির প্রলোভন দেখিয়ে টেকনাফ নিয়ে এসে একটি ঘরে আবদ্ধ রেখে আটকে রাখে অপহরণকারী চক্র। আটকে রাখায় অপহরণের বিষয় বুঝতে পেরে তাদের সাথে ধস্তাধস্তি করে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসে র্যাবের সিপিসি-১ কার্যালয়ে এসে অভিযোগ করেন। উক্ত অভিযোগ পেয়ে র্যাব টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা লেঙ্গুরবিল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এব্যাপারে টেকনাফ মডেল থানায় ধৃতদের সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।