টেকনাফে জেলেদের জালে ধরা পড়ল ১৬৬ কেজির বোল মাছ

fec-image

টেকনাফের বাহারছড়া বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে ১৬৬ কেজি ওজনের এক বিরল আকৃতির ভোল মাছ। মাছটি ১ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে গিয়ে হঠাৎ জেলের জালে বিশাল এই ভোল মাছটি আটকা পড়ে। অতিরিক্ত ওজনের কারণে মাছটি নৌকায় তুলতে বেশ বেগ পেতে হয় জেলেদের।

নৌকার মালিক সাইফুল্লাহ জানান, এত বড় মাছ তুলতে তাদের যথেষ্ট কষ্ট হয়েছে। জেলে সাইফুল ইসলাম বলেন, এত বড় মাছ জীবনে কখনও দেখিনি, মাছটি তুলতে হিমশিম খেতে হয়েছে।

মাছ’টির প্রাথমিক দাম ২ লাখ টাকা হাঁকানো হলেও পরে বাহারছড়ার মাছ ব্যবসায়ী করিম সওদাগর ১ লাখ ৮০ হাজার টাকায় এটি ক্রয় করেন। লামার বাজারের আড়তে বিক্রির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ক্রেতা করিম সওদাগর জানান, মাছটি রাজধানী ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে।

স্থানীয় জেলেরা জানান, এত বড় ভোল মাছ বহু বছর ধরে তাদের জালে ধরা পড়েনা। বিরল এই মাছ ধরা পড়ায় এলাকায় উৎসাহ ও কৌতুহল ছড়িয়ে পড়েছে।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, টেকনাফে এক জেলের জালে একটি বিশাল আকৃতির মাছ ধরার খবর শুনেছি। ‘সাগরে মাছ ধরার ওপর বিভিন্ন ধরনের সরকারি নিষেধাজ্ঞা যথাযথভাবে পালন হওয়ায় মাছগুলো বড় হওয়ার সুযোগ পাচ্ছে। আবার বড় মাছ জেলেদের জালে আটকা পড়লে সবাই দেখে আনন্দ পান, তেমনি জেলেরা ভালো দাম পাচ্ছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জেলে, টেকনাফ, বোলমাছ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন