নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে বিস্ফোরণের বিকট শব্দ, কেঁপে উঠল এপার


মিয়ানমার সীমান্ত এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠল বাংলাদেশী সীমান্ত এলাকা।
বুধবার (১৭ ডিসেম্বর ) দুপুর দুইটা আট মিনিটে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি ৪৩ নং সীমান্ত এলাকায় ১টি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা।
৪৩ এবং ৪৪ নং সীমান্ত এলাকার বাসিন্দা মো. ফয়েজ ও আব্দু রহিম জানান. তারা তখন তাদের জমিতে কৃষিকাজ করছিলেন হঠাৎ করে মিয়ানমার অভ্যন্তর থেকে বড় একটি বিস্ফোরণের আওয়াজ তাদের এলাকায় আসে যা তারা নিজ কানে শুনেছেন,তাদের ধারণা বিস্ফোরণের শব্দটি হয়তো মটারশেল নয়তোবা মাইন বিস্ফোরণের শব্দ হতে পারে।
উল্লেখ্য,মিয়ানমারের বিভিন্ন জায়গায় সরকার নিয়ন্ত্রিত বাহিনীর সমর্থিত কয়েকটি বিদ্রোহীর সঙ্গে আরেক বিদ্রোহী আরকান আর্মির সঙ্গে মাঝেমধ্যেই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে। তবে কী কারণে উক্ত বিস্ফোরণের ঘটনা ঘটেছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
















