অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ

fec-image

বিশ্বকাপের ১৩তম আসরে নিজেদের শেষ ম্যাচেও পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মিশেল মার্শের বিধ্বংসী সেঞ্চুরিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হেরেছে সাকিব আল হাসানের দল।

শনিবার (১১ নভেম্বর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান তোলে বাংলাদেশ। জবাবে মিশেল মার্শের অপরাজিত ১৭৭ রানের তাণ্ডবে ৮ উইকেট ও ৩২ বল হাতে রেখে জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

বাংলাদেশের ৩০৭ রানের জবাবে তৃতীয় ওভারে ট্রাভিস হেডকে বোল্ড করেন তাসকিন। দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ অজিদের পক্ষে নেন ওপেনার ডেভিড ওয়ার্নার ও মিশেল মার্শ। ৫৩ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে কিছুটা আশা দেখান কাটার মাস্টার মুস্তাফিজ।

তৃতীয় উইকেটে ১৭৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে অজিদের জয় নিশ্চিত করেন মার্শ ও স্টিভেন স্মিথ। ক্যারিয়ারের ২য় সেঞ্চুরিতে টাইগার বোলারদের ওপর চড়াও হন মার্শ। মাত্র ১৩২ বলে ১৭৭ রানের অপরাজিত টর্নেডো ইনিংস খেলেন অজি ব্যাটার। ১৭টি চার ও ৯টি বিশাল ছক্কা হাঁকান মার্শ। আরেক ব্যাটার স্মিথ ৬৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। সেই সঙ্গে ৮ উইকেটে হেরে বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশের।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ট্রেলিয়া, ক্রিকেট বিশ্বকাপ, বাংলাদেশ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন