আগামী সপ্তাহেই রিয়ালের হয়ে যাচ্ছেন এমবাপে

fec-image

কিলিয়ান এমবাপ্পের নতুন ঠিকানা রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়ে গেছে। স্বাক্ষর হয়ে গেছে সব চুক্তিপত্রে। আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে লস ব্লাঙ্কোসরা তাদের নতুন খেলোয়াড় হিসেবে এই ফরাসি তারকার নাম ঘোষণা করবে।

দল বদল বিষয়ক ক্রীড়া সাংবাদিক ফেব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে লেখেন, চুক্তি সম্পন্ন হওয়ায় কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদে যোগ দিচ্ছেন। আগামী সপ্তাহে স্প্যানিশ ক্লাবটি নিজেদের নতুন সাইনিং হিসেবে এমবাপ্পেকে পরিচয় করিয়ে দেবে। চুক্তির প্রতিটি ধাপ পুরোপুরিভাবে সম্পন্ন হয়েছে।

রিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে: তেবাসরিয়ালের সঙ্গে ৫ বছরের চুক্তি করে ফেলেছেন এমবাপ্পে: তেবাস
রোমানো ছাড়াও এক প্রতিবেদন ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনেও এই তথ্য নিশ্চিত করেছে।

আসন্ন দলবদলে সবার বাড়তি নজর ছিলো ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের উপর। ফরাসি এই তারকা রিয়াল মাদ্রিদে যোগ দেবেন সেটি এক প্রকার নিশ্চিত ছিলো। তবে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায় কিছুটা হলেও দ্বিধাদ্বন্দ্বে ছিলো ফুটবলপ্রেমীরা।

চ্যাম্পিয়নস লিগ জয়ের আনন্দ না কাটতেই বড় সুখবর পেল মাদ্রিদ সমর্থকরা। সময়ের অন্যতম সেরা এমবাপ্পেকে নিজেদের ফুটবলার হিসেবে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবে রিয়াল মাদ্রিদ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন