আজানের শব্দ শুনে গান থামিয়ে দিলেন শেহনাজ গিল
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2023/02/Shehnaz-gill-780x470-1.jpg)
শেহনাজ গিল অভিনয়ের সঙ্গে গান গেয়ে অসংখ্য শ্রোতার হৃদয় জয় করে নিয়েছেন বলিউড সুন্দরী। এ ছাড়া তার অ্যাক্টিভিটি মাঝে মাঝে প্রশংসিত হয় নানা মাধ্যমে।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) এ গায়িকার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আরও বেড়ে গেছে নেটিজেনদের।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে দেখা যায়— একটি মঞ্চে লাইভ পরিবেশনা করছিলেন শেহনাজ। তার সংগীত পরিবেশনার সময় স্থানীয় মসজিদে আজান শুরু হয়। তখন গান থামিয়ে দেন গায়িকা।
শেহনাজ মুসলিম ধর্মাবলম্বীদের প্রার্থনায় বিঘ্ন ঘটাতে চাননি। এ কারণে আজান শেষ হওয়া পর্যন্ত মাথা নিচু করে চোখ বন্ধ করে মঞ্চে দাঁড়িয়ে থাকেন তিনি।
তার এই শ্রদ্ধাবোধে মুগ্ধ দর্শকরা প্রশংসা করছেন । এ ছাড়া এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। গায়িকার পরধর্মসহিষ্ণুতার প্রতি শ্রদ্ধাবোধ দেখে নেটিজেনরা প্রশংসা করতে থাকেন। কেউ বলেন, ‘তার থেকে অনেক কিছু শেখার রয়েছে।’