আবার ভারত পাকিস্তানে চেনাব নদীর পানি ছেড়ে দিয়েছে

fec-image

পাকিস্তানের চেনাব নদীর পানি ছেড়ে দিয়েছে ভারত। এতে পাকিস্তানের দিকে পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছে। শনিবার টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত সালাল বাঁধের দুটি গেট খোলা ছিল। পাকিস্তানের হেড মারালায় চেনাবের প্রবাহ ৩,১০০ কিউসেক থেকে বেড়ে ২৮,০০০ কিউসেকে পৌঁছেছে। পাঞ্জাবের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার ভারত ও পাকিস্তানের ডিজিএমও পর্যায়ে উচ্চ পর্যায়ের আলোচনা হয়। এতে স্থল, পানি ও আকাশপথে সব ধরনের সামরিক সংঘর্ষ বন্ধের সিদ্ধান্ত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এই যুদ্ধবিরতি চুক্তিতে কোনো শর্ত বা ভবিষ্যৎ প্রতিশ্রুতি নেই।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন