আলীকদমে অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন
বান্দরবানের আলীকদমে হাইকোর্টের নির্দেশ অমান্য করে গড়ে ওঠা অবৈধ ইটভাটা বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (২১ জুন) বিকালে আলীকদম উপজেলায় অবস্থিত অবৈধ ইটভাটা বিরুদ্ধে সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামীর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং তাৎক্ষণিকভাবে অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধ করা হয়।
অভিযান চালিয়ে ইটভাটাগুলোর সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া ইটভাটার সামনে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেন।
এরমধ্যে উপজেলার আলীকদম সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আমতলী পাড়াস্থ ইউ বিএম ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযান চালিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরিফ উল্লাহ নিজামী জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশ অমান্য করায় সংশ্লিষ্ট ইটভাটা সমূহের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে এবং এ সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নোটিশ যথাযথভাবে জারি করা হয়েছে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।