আলীকদমে বিজয় দিবসের ব‌্যা‌না‌রে বঙ্গবন্ধুর ছবি, শিক্ষককে কারণ দর্শা‌নোর নো‌টিশ

fec-image

মহান বিজয় দিবসের ব‌্যা‌না‌রে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় বান্দরবানের আলীকদম উপজেলার ২নং চৈক্ষং ইউনিয়নের চিনারী বাজার এলাকায় সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাম্মেল আমিন কুতুবীকে কারণ দর্শানোর নো‌টিশ দেওয়া হ‌য়ে‌ছে।

গতকাল সোমবার (১৬ ডি‌সেম্বর) মহান বিজয় দিবস-২০২৪ উদযাপনের সময় ব‌্যবহৃত ব‌্যানা‌রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব‌্যবহার করা হয় এবং তা শিক্ষা প্রতিষ্ঠানটিতে প্রদর্শন করা হয়।

গত ১৬ ডিসেম্বর আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোশারফ হো‌সেন খানের সই করা কারণ দর্শানোর নো‌টিশের মাধ‌্যমে এ তথ‌্য নি‌শ্চিত হওয়া গে‌ছে।

কারণ দর্শানোর নো‌টিশে বলা হ‌য়ে‌ছে, আপনার কর্মরত বিদ্যালয়ে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করেছেন। আপনার এ ধরণের আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮ এর বিধি লঙ্ঘনের শামিল।

নোটিশে আরও বলা হয়, এমতাবস্থায়, আপনার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হ‌বে না, তা পত্র প্রা‌প্তির তিন কর্মদিব‌সের ম‌ধ্যে স‌ন্তোষজনক লি‌খিত জবাব নিম্ন‌ স্বাক্ষরকারীর নিকট দা‌খিল কর‌তে অনু‌রোধ করা হলো।

এই বিষয়ে আলীকদমের সোনাইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোকাম্মেল আমিন কুতুবী বলেন, ব্যানারে বঙ্গবন্ধুর ছবি ব্যবহার করা যাবেনা বা ব্যানার কোন ধরণের হবে এই বিষয়ে কোন নির্দেশনা ছিলোনা, ছাত্ররা এই ব্যানার করেছে, তারপরও আমি শোকজের জবাব দিব।

আলীকদম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.মোশারফ হো‌সেন খান বলেন, গতকলা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ব‌্যা‌না‌রে সরকার নির্ধারিত ব্যানার ব্যবহার না করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার ব্যবহার করায় সোনাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে ৩ দিনের মধ্যে লিখত জবাব দিতে বলা হয়েছে বলে জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন