আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

fec-image

বান্দরবানের আলীকদমে সেনা জোনের (৩১ বীর) উদ্যোগে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সে ছাত্রছাত্রীদের মাঝে নগদ আর্থিক সহায়তা ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (০৮ অগস্ট) সকাল ১১টার সময় আলীকদম সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে আর্থিক অনুদান হিসেবে সর্বমোট দুই লাখ ৬৫ হাজার ১৬৯ টাকা প্রদান করা হয়। এছাড়াও আলীকদম মো কমপ্লেক্স এর ছাত্রছাত্রীদের মাঝে খেলাধুলার জন্য ফুটবল ও অন্যান্য খেলনা সামগ্রী বিতরণ করেন।

আর্থিক সহায়তা ও খেলাধুলা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম জোনের কমান্ডার লে. কর্নেল মো. শওকাতুল মোনায়েম, পিএসসি।

এ সময় তিনি বক্তব্যে বলেন, আলীকদম সেনাজোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন, সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ এবং দুস্থদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে, জোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরুপ অনুদান প্রদান করা হয়ে থাকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন