ইউকেচিংকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেষ শ্রদ্ধা
স্টাফ রিপোর্টার:
পাহাড়ী সম্প্রদায়ের একমাত্র বীরবিক্রম মুক্তিযোদ্ধা ইউকেচিংয়ের মৃতদেহে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
লাঙ্গিপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ শনিবার ইউকেচিংকে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মং কেচিং চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী মো. মুজিবর রহমান, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচংঙ্গ্যা, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাশ, লামা উপজেলার সাবেক চেয়ারম্যান মো. ইসমাইলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্রে জানাগেছে আজ রবিবার ২৭ জুলাই কেন্দ্রীয় বৌদ্ধ মহাশ্মশানে ইউকেচিংয়ের মৃতদেহ দাহ করা হবে।
ইউকেচিং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই সকাল সাড়ে ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
প্রসঙ্গত, ১৯৫২ সালে ইউ কে চিং তৎকালীন ইস্ট পাকিস্থান রাইফেলসে যোগ দেন। ১৯৭১ সালে ওই বাহিনীর নায়েব সুবেদার হিসেবে কর্মরত থাকা অবস্থায় রংপুর অঞ্চলে বেশ কয়েকটি সম্মুখ সমরে তিনি অংশগ্রহণ করেন। ইপিআর বাহিনী এবং পরবর্তী সময়ে বিডিআর বাহিনীর একজন তারকা ক্রীড়াবিদও ছিলেন তিনি।