দীঘিনালায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের বিরুদ্ধে তিন গ্রামবাসীকে আটকে রাখার অভিযোগ

fec-image

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় দীঘিনালায় ইউপিডিএফ প্রসীত গ্রুপের বিরুদ্ধে তিন গ্রামবাসীকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।

রবিবার (১১ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ক্যামাক্কাছড়া থেকে কৌশলে তুলে নেওয়া হয়। এরা হচ্ছে, তলিমা চাকমা(৭০),খালাইয়া চাকমা(৩০) ও শিখালা চাকমা(৩৫)।

স্থানীয় সূত্রগুলো জানায়, ইউপিডিএফ প্রসীত গ্রুপের ক্যাডার অমর চাকমা ক্যামাক্কাছড়ার কার্বারীর প্রণয়ন চাকমাকে মোবাইলে কল দিয়ে তলিমা চাকমা(৭০), খালাইয়া চাকমা(৩০) ও শিখালা চাকমাকে (৩৫) বাবুছড়া এলাকায় যেতে বলে।

কার্বারীর ঐ তিন ব্যক্তিকে খবরটি পৌছে দিলে তারা বাবুছড়া যাওয়ার পর তাদের বিচারের নামে আটকে রাখে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দেব জানান, তিনি সোমবার সকাল ১০টার দিকে খবরটি শুনেছেন।

মূলত: ভূমি বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে এ ব্যাপারে ইউপিডিএফ’র কারও বক্তব্য পাওয়া যায়নি।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ইউপিডিএফ, দীঘিনালা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন