ইহরামের কাপড় পরেও পালাতে পারলেন না দুই আ.লীগ নেতা

fec-image

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর চরম বেকায়দায় পড়েছেন টানা দেড় দশক ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। জনরোষের ভয়ে তারা গা ঢাকা দিয়ে রয়েছেন। অনেকে দেশ ছাড়ার চেষ্টাও করছেন। এবার দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে ধরা পড়লেন সিলেট আওয়ামী লীগের দুই নেতা। তারা ওমরা পালনের বাহানায় দেশ ছাড়তে চেয়েছিলেন। গায়ে জড়িয়েছিলেন ইহরামের কাপড়ও। তবে শেষ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করেছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটক দুই নেতা হলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ এবং প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদের আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। আটকের সময় তারা হজের ইহরামের কাপড় পরা অবস্থায় ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, তাদের কোতোয়ালি থানায় আনা হয়েছে। দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ, ওমরাহ, কোটাবিরোধী আন্দোলন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন