উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু


কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশু সহ পৃথক ঘটনায় ২ জন নিহত হয়েছে।
শনিবার (১৭ জুন) দুপুরে উপজেলা পালংখালী ইউনিয়নের থাইংখালীর ক্যাম্প ১৪ এর এ/০৪ ব্লকের কবির আহমদের ছেলে উমর (৬) এর লাশ উখিয়া ফায়ার সার্ভিসের সার্বিক সহযোগিতায় পানি থেকে উদ্ধার করা হয়।
জানা যায়, বৃষ্টির সময় বাড়ির সামনে খেলাধুলা করতে গিয়ে ড্রেনে পড়ে শিশুটি পানির স্রোতে ভেসে যায়।
এদিকে কুতুপালং ক্যাম্পে হারেস (২২) নামের একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তিনি ক্যাম্প-১ ইস্ট, ব্লক-সি/৫, বাসিন্দা সৈয়দ আলমের ছেলে।
শনিবার রোহিঙ্গা হারেস গ্যারেজে ইজিবাইকের (টমটম) ব্যাটারি চার্জের জন্য বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আশে-পাশের রোহিঙ্গারা তাকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে পৃথক দু’টি অপমৃত্যু মামলা হয়েছে।