উখিয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালীতে তিন হাজার ৯০০ পিস ইয়াবাসহ আফসার উদ্দিন (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৫। তিনি হ্নীলা পূর্ব পানখালী ঘোনা পাড়ার ফরিদ আলমের ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (১৩ আগস্ট) দুপুরের দিকে কক্সবাজার র্যাব-১৫ এর একটি আভিযানিক দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে উখিয়া পালংখালী গয়ালমারা এমএসএফ হাসপাতালের সামনে প্রধান সড়কে অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে একটি পলিথিন ব্যাগসহ এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি করে ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।