উখিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক-২


কক্সবাজারের উখিয়ায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। নিহত রায়হান কবির (২৮) হলদিয়া পালং ইউনিয়নের রুমখাঁপালং মনির মার্কেট এলাকার নুরুল কবিরের ছেলে।
১৯ সেপ্টেম্বর (শনিবার) সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় জড়িত দুইজনকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। আটককৃতরা হলো নুরুল কবিরের ছেলে ঘাতক মোর্শেদ রিপন কবির (৪২) ও তার স্ত্রী খুরশিদা বেগম (৩৪) ।
সূত্রে জানা গেছে, পৈত্রিক সম্পত্তির বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে বড় ভাই মোর্দেশ কবির রিপন কিরিচ দা নিয়ে ছুটে ছোট ভাই রায়হানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে।
গুরতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহত রায়হানের স্ত্রীও আহত হয় বলে জানা গেছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ আলম বলেন, পরিষদের জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছেন। তবে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলেন জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে উখিয়া থানার উপ-পরিদর্শক মোবারক বলেন, একজন নিহত হওয়ার বিষয়ে সদর থানা থেকে এখনো তথ্য পায়নি। তবে ঘটনায় জড়িত স্বামী-স্ত্রী দুইজনকে আটক করা হয়েছে।