উখিয়ায় হাইওয়ে পুলিশের হাতে ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক
কক্সবাজার-টেকনাফ সড়কের শাহপুরির হাইওয়ে পুলিশ (কুমিল্লা রিজিয়ন) অভিযান চালিয়ে ৯শত ৮০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) দুপুরে শাহপুরির হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ মারুফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া থানাধীন কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের কাস্টমস চেকপোস্ট এর সামনে ইজিবাইকে করে আসা এক যাত্রীকে তল্লাশী করে ৯শত ৮০ পিস ইয়াবাসহ ওই পাচারকারীকে আটক করা হয়।
আসামি মো. আমিন (১৫), পিতাঃ মৃত আলম, ক্যাম্প নং-০৭, ব্লক-০৮, রুম নং-এ/৩, কুতুপালং, উখিয়া- কক্সবাজার।
এবিষয়ে শাহপুরি হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মারুফ হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।