উখিয়া থানা বনাম কমিউনিটি পুলিশ প্রীতি ফুটবল


কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশ ও ইউএনডিপি’র সহায়তায় শুক্রবার ২৫ অক্টোবর বিকেলে উখিয়া উপজেলার জালিয়াপালং সোনাইছড়ি খেলার মাঠে সৌহার্দ্য ও সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, জনগণ ও পুলিশ খেলাধুলা করবে একসাথে। মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নাই বলে জানান তিনি।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী, উপস্থিত ছিলেন উখিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী, ইউএনডিপির মাসুদ করিম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।