উত্তর ইয়ারংছড়িতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান


উত্তর ইয়ারংছড়ি সেনামৈত্রী উচ্চবিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ জানুয়ারি) উত্তর ইয়ারংছড়ি সেনামৈত্রী উচ্চবিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনবরণ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রাঙামাটির লংগদু উপজেলার অবহেলিত পাহাড়ি এক জনপদ উত্তর ইয়ারংছড়ি এলাকায় ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ‘উত্তর ইয়ারংছড়ি সেনামৈত্রী উচ্চবিদ্যালয়’।
স্থানীয় সেনাবাহিনী লংগদু জোন ও একজন প্রধান শিক্ষক জালাল হোসেন মালেকের তত্ত্বাবধানে পরিচালিত সেই বিদ্যালয়টি এখন সরকারি এমপিও ভুক্ত। যেখানে রয়েছে দুই শতাধিক শিক্ষার্থী।
এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল হোসেন মালেকের সার্বিক সহযোগিতায় স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উত্তর ইয়ারংছড়ি আর্মি ক্যাম্পের প্রতিনিধি সার্জেন্ট শাহাদত হোসেন। এসময় এসএম মোক্তার হোসেন, ইউপি সদস্য রুস্তম আলী রুপচান সহ অভিভাবকগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিল। শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।