রামগড়ে ৩ ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে তিনটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইটভাটার মালিকদের এ অর্থ দণ্ড করেন।

বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাসের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়, রামগড় পৌরসভার ফেনীরকূল ও বলিটিলা এলাকায় অবস্থিত ইটের ভাটায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময়
মেসার্স নুর ইসলাম ব্রিককে ১ লাখ টাকা এবং মেসার্স হাজেরা ব্রিকস ও মেসার্স নূরজাহান ব্রিকস এর ভাটার মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস জানান, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩’ আইনের ব্যত্যয় ঘটানোর অপরাধে তিনটি ইটভাটার মালিককে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

এদিকে, অটো রিকশা ও ইজি বাইকের বিশৃঙ্খলা রোধে রামগড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময়
‘সড়ক পরিবহন আইন ২০১৮’ লঙ্ঘনের অপরাধে ৫টি ইজিবাইকের চালককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, ভ্রাম্যমাণ আদালত, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন