অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরী: ১ লাখ টাকা জরিমানা

fec-image

অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরীর অপরাধে কক্সবাজার সদরের খুরুশকুল টাইম বাজার এলাকার এশিয়া ফুড প্রোডাক্টস বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।

রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিরাপদ খাদ্য অধিদপ্তরের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট সোহেল রানার নেতৃত্বে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম উপস্থিত ছিলেন।

জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ও ক্ষতিকর উপাদানে খাবার তৈরি প্রমাণ পাওয়ায় এশিয়া ফুড প্রোডাক্টস বেকারির ম্যানেজার গোলাম সাদেককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ম্যানেজার গোলাম সাদেক ব্রাহ্মণবাড়িয়া নবীনগর এলাকার মৃত শামসুদ্দীনের ছেলে। এ সময় বাজেয়াপ্ত করা হয় ক্ষতিকর পণ্যগুলো।

অন্যদিকে কক্সবাজার শহরের কলেজ গেইট এলাকার ঢাকা নিউ ফুড বেকারিকে জরিমানা করা না হলেও সর্তক করা হয় যেন অস্বাস্থ্যকর পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর উপাদান দিয়ে খাবার তৈরী করা না হয়।

এ অভিযান অব্যাহত থাকবে বলে জনান, অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন