রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ ব্যক্তির এক লাখ টাকা জরিমানা

fec-image

খাগড়াছড়ির রামগড়ে অবৈধভাবে বালু উত্তোনের দায়ে জিন্নাহ ও আনোয়ার নামের দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ১ নং রামগড় ইউনিয়নের বলিপাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন এ অভিযান পরিচালনা করেন।

এসময় অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে আনোয়ার ও জিন্নাহ নামে দুই ব্যক্তিকে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ও ১৫ ধারায় পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট মমতা আফরিন বলেন, পরিবেশ রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা, বালু উত্তোলন, রামগড়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন