কাপ্তাইয়ে ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা

fec-image

রাঙ্গামাটি কাপ্তাইয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল ১১ হতে দুপুর ১টা পর্যন্ত বড়ইছড়ি সদর ও নতুনবাজার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী হাকিম মো.মহিউদ্দিন। ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা।

ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং কালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্গনে বড়ইছড়ি ২ দোকানে ৩ হাজার টাকা এবং কাপ্তাই নতুনবাজারে একটি দোকান মূল্য তালিকা ও দোকানের মালামাল রাস্তার উপরে ফেলে রাখার দায়ে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এসময় কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালম( ওসি), কাপ্তাই নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপ- প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস এবং থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: জরিমানা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন