একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করবেন যেভাবে

fec-image

ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক কাজে আলাদা জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করেন অনেকে। তবে একই ব্রাউজার বা জিমেইল অ্যাপে একসঙ্গে একটির বেশি জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করা যায় না। ফলে অন্য ব্রাউজার বা ফোন ব্যবহার করতে হয়। আর তাই কাজে ব্যস্ত থাকলে সব অ্যাকাউন্টের হালনাগাদ তথ্য সব সময় জানা সম্ভব হয়ে ওঠে না। তবে চাইলেই একই ব্রাউজার ও জিমেইল অ্যাপে একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট যুক্ত করে ব্যবহার করা সম্ভব। একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

কম্পিউটার ব্রাউজার থেকে
একসঙ্গে একাধিক জিমেইল অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটার ব্রাউজার থেকে জিমেইলের ওয়েবসাইটে প্রবেশ করে প্রাথমিক জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে লগইন করতে হবে। এরপর সেকেন্ডারি বা অন্যান্য ইমেইল ঠিকানা যোগ করতে জিমেইলের ওপরের ডানদিকে থাকা প্রোফাইল নাম বা ছবিতে ক্লিক করতে হবে। এবার পপআপ বক্সে দেখানো অপশন থেকে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ বাটন নির্বাচন করতে হবে। এরপর সেকেন্ডারি জিমেইল অ্যাকাউন্টের ঠিকানা লিখে ‘নেক্সট’ বাটনে ক্লিক করার পর ‘পাসওয়ার্ড’ লিখলেই ব্রাউজারে জিমেইল অ্যাকাউন্টটি যুক্ত হয়ে যাবে। ফলে পরবর্তী সময়ে জিমেইল ব্যবহারের সময় প্রোফাইল নাম বা ছবিতে ক্লিক করে দ্রুত

জিমেইল অ্যাপ থেকে
জিমেইলের অ্যান্ড্রয়েড অ্যাপে একাধিক অ্যাকাউন্ট যোগ করতে প্রথমে প্রোফাইল ছবি বা নাম অপশনে ট্যাপ করতে হবে। এরপর পপআপ বক্সে থাকা অপশন থেকে ‘অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট’ নির্বাচন করে ‘সেটআপ ইমেইল’–এর নিচে থাকা ‘গুগল’ ট্যাপ করতে হবে। এবার আঙুলের ছাপ বা পিন দিয়ে পরিচয় যাচাই করে ই–মেইল ঠিকানার বক্সে জিমেইল ঠিকানা লিখে ‘নেক্সট’ বাটনে ট্যাপ করে পাসওয়ার্ড লিখলেই অ্যাপে একাধিক জিমেইল অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন