একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট লেখক মংছেনচীং রাখাইন মংছিন আর নেই

fec-image

একুশে পদকপ্রাপ্ত খাগড়াছড়ির বিশিষ্ট গবেষক ও লেখক মংছেনচীং রাখাইন মংছিন আর নেই। শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাঙ্গামাটি সদরের মাঝের বস্তি এলাকায় বড় মেয়ের বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন তিনি জটিল রোগে ভুগছিলেন।

২০১৬ সালে তিনি ২১ পদক সম্মাননায় ভূষিত হন। রাখাইন জাতিগোষ্ঠীর ইতিহাস, সংস্কৃতি নিয়ে তাঁর লেখা বইয়ের সংখ্যা ১৭। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামীকাল খাগড়াছড়ির মহালছড়ির মানিক ডাক্তার পাড়ায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন করা হবে।

১৯৬১ সালের ১৬ জুলাই কক্সবাজার পৌরসভার পানবাজার এলাকায় জন্মগ্রহণ করেন তিনি।

মংছেনচীং রাখাইনের মৃত্যুতে খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমা, বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়নসহ পেশাজীবী ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: একুশে পদক, মংছেনচীং রাখাইন মংছিন
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন